কমপ্লিট গাইডলাইন

কমপ্লিট গাইডলাইন

জুনিয়রদের মধ্যে খুব কমন একটা টেন্ডেন্সি হলো 'কমপ্লিট গাইডলাইন', 'কমপ্লিট রিসোর্স' খোঁজা। মানে ব্যাপারটা এমন কেউ একজন সব জায়গা থেকে সবকিছু খুঁজে, গুছিয়ে এনে দিবে, আর আমরা শর্টকাটে সেটা দেখে কাজ সেরে ফেলবো, সব কিছু শিখে ফেলবো।

কিন্তু দুনিয়াদারী এত সহজ না ভাইলোগ!

'লার্নিং'টা হচ্ছে একটা জার্নি। আপনি একটা টপিক শিখতে গিয়ে সেটা নিয়ে ঘাটাঘাটি করবেন, আর দশটা টপিক আপনার চোখে পড়বে, হয়তো ভালোভাবে বুঝবেন না কিন্তু অন্তত সেগুলোর সাথে কিছুটা পরিচিতি হবে, পরে আবার সেগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন - এই যে কষ্টকর, ভেজালের এবং জটিল প্রসেস, এটাই আপনাকে পরিপক্ব করবে। এটাই আপনাকে ‘শিখতে’ সাহায্য করবে। কেউ যখন এক জায়গায় আপনাকে একটা ‘কমপ্লিট সামারি’ দিবে, সেখানে আসলে আপনার লার্নিংটা পর্যাপ্ত হবে না।

তার চাইতেও বড় কথা, শেখার ক্ষেত্রে ‘কমপ্লিট’ বলে কিছু নাই। আপনি যাই শেখেন না কেন, সেটার আরো অনেক কিছুই বাকি রয়ে যাবে। কেউ আপনাকে কোনো কিছু একেবারে কমপ্লিট শেখাতে পারবে না।

আপনারা নিশ্চয়ই 'Jigsaw puzzle’ এর নাম শুনে থাকবেন। এই পাজলে একেকটা ছোট ছোট পার্টকে যখন আপনি একটার সাথে আরেকটা মেলাতে পারবেন, তখন আপনার পুরো পাজলটা আস্তে আস্তে মিলতে থাকবে এবং আপনি পুরো পিকচারটা ক্লিয়ারলি বুঝতে পারবেন।

Photo by Wonderlane on Unsplash

আমাদের শেখাটাও অনেকটা এরকম। আপনি একেক জায়গায় একেক জিনিস শিখবেন। সেগুলোকে একটার সাথে আরেকটা কানেক্ট করার চেস্টা করবেন। এভাবেই একটা জিনিস সম্পর্কে আপনার একটা চমৎকার ধারণা তৈরি হয়ে যাবে। কেউ আপনাকে পুরো পাজলটা মিলিয়ে সামনে দিয়ে দিলে সেটা দিয়ে আপনার তেমন কোনো লাভ হবে না। এই যে পাজল মেলানোর কষ্টটা, এটা আপনাকে এঞ্জয় করতে হবে, এটার প্রতি আগ্রহ থাকতে হবে, এটাই আপনাকে এক্সপার্ট বানাবে।

সুতরাং আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারে সফল হতে চান, তাহলে কমপ্লিট লিস্ট না খুঁজে বরং এমন ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো শিখুন যেগুলো জানা থাকলে নতুন নতুন যেই টুলস, টেকনোলজিই আসুক না কেন, সেটা শিখে নিতে আপনাকে বেগ পেতে না হয়। আর একইসাথে প্রতিনিয়ত নতুন কিছু শেখার জন্য সময় ব্যয় করুন। এটাই আপনাকে সময়ের সাথে এই প্রতিযোগিতাপূর্ণ সেক্টরে টিকে থাকার এবং ক্যারিয়ারে এগিয়ে যেতে সাহায্য করবে, ইনশাআল্লাহ।