২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডেভেলপার থেকে পাওয়া ২ মিনিটের লাইফ লেসন!

২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডেভেলপার থেকে পাওয়া ২ মিনিটের লাইফ লেসন!

রিসেন্টলি একটা কোম্পানিতে ইন্টার্ভিউ দেয়ার সময় ইন্টারভিউয়ারের কাছ থেকে সুযোগ বুঝে কিছু লাইফ লেসন নিয়ে নিলাম। ইন্টারভিউয়ারের ২০ বছরের ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স। কোম্পানিটি বেশ পপুলার, এবং সে এখানে হায়ারিং টীমেই মূলত কাজ করে প্রায় ২ বছর ধরে।

তো অন্যান্য কথার ফাঁকে তাকে জিজ্ঞেস করলাম, তোমার তো অনেকদিনের ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স। তোমার মত এরকম লং, সাকসেসফুল ক্যারিয়ার করতে চাইলে কি কি বিষয়ে ফোকাস করা উচিত বলে তুমি মনে করো, বা তোমার কি সাজেশন? (সুযোগে একটু তেলও দিয়ে দিলাম আর কি! :D)

সে বললো,

আমাকে কেউ এরকম প্রশ্ন করলে আমি তাকে সাধারণত দুইটা পরামর্শ দেই।

  • ব্যাসিক এবং ফান্ডামেন্টাল কনসেপ্টে সলিড ধারণা রাখা। কারণ এই জিনিসগুলো সহজে চেঞ্জ হয় না। এগুলোর উপর ভিত্তি করেই নতুন নতুন জিনিস আসে ইন্ডাস্ট্রিতে।

  • শুধু ফান্ডামেন্টাল জানলেই হবে না, তোমার ট্র্যাকে নতুন নতুন যা আসতেছে সেটার ব্যাপারেও তোমাকে আপডেটেড থাকতে হবে। যাতে করে তোমার ভ্যালু থাকে। আর ফান্ডামেন্টাল ভালো জানা থাকলে এগুলো শিখতে এমনিতেও বেশী সময় লাগবে না। কারণটা আগের পয়েন্টেই বলেছি।

এরপরে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমরা অনেকেই মনে করি প্রোগ্রামিং লাইনে এত লম্বা সময় কাজ করা কি সম্ভব? একটা সময় গিয়ে তো সব বোরিং লাগবে। এত বয়স পর্যন্ত কি কোডিং করতে ভালো লাগবে? এজন্য কি করা উচিত?

সে বললো,

ধর, তোমার যদি কোডিং করতেই ভালো লাগে, তাহলে তোমার বয়স অনেক বেশী হলেও তুমি এমন কোম্পানি খুঁজে বের করবা যারা তোমার টেকনিক্যাল এক্সপেরিয়েন্সটাকে দাম দিবে। তুমি তাদের সাথেই কাজ করবা। আবার তোমার যদি লিডারশীপ, ম্যানেজমেন্ট ভালো লাগে তুমি এরকম কোম্পানি খুঁজে বের করবা যারা তোমার ওই স্কিলটাকে গুরুত্ব দিবে। আমাদের কোম্পানিতে এমনও লোক আছে যে একটা লম্বা সময় পর্যন্ত লিডারশীপ পজিশনে ছিল, পরে আর ভালো লাগে নাই এবং কোডিংটাকে মিস করতেছিল, এজন্য সে টিম সুইচ করে অন্য একটা টিমে গিয়ে এখন টেকনিক্যাল কাজ করতেছে। সুতরাং তোমার নিজের পছন্দটা বুঝতে হবে, এবং এমন অপরচুনিটি খুঁজে বের করতে হবে যেখানে তোমার ভ্যালু আছে। তাহলেই আর কাজ করতে বোরিং লাগবে না।

খুবই ভ্যালুয়েবল এবং চমৎকার উপদেশ। বিশেষ করে শেষের ব্যাপারটা আমি এভাবে কখনো ভাবি নাই। যাই হোক, একটা বেশ ভালো লার্নিং হলো, আলহামদুলিল্লাহ।

যারা লংটাইম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ট্র্যাকে নিজেদের ক্যারিয়ার কন্টিনিউ করতে চান, তাদের জন্য এই পরামর্শগুলো উপকারী হবে ইনশা'আল্লাহ।